নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের টাবাগেড়্যা এলাকায় কাঁসাই নদীর ওপর ব্রিজ তৈরি নিয়ে লাগাতার বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরেছেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর।দুদিন আগে সেই ব্রিজ তৈরির জন্য সবুজ সংকেত পাওয়া গিয়েছে বলে জানান বিধায়ক। সেই মতো শনিবার বিকেলে আধিকারিকদের নিয়ে ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে জমি মালিকদের সঙ্গে বৈঠক করলেন বিধায়ক। বৈঠকে জমি জায়গা গ্রহণ নিয়েও বিশেষ আলোচনা হয়। আগামী ১২ ডিসেম্বর টাবাগেড়্যা এলাকায় নদীঘাটা পরিদর্শনের কথা রয়েছে বিধায়কের। যেটুকু জটিলতা রয়েছে আলোচনা করা সমস্যা করা যায় কিনা তা দেখবেন বলেও জানান তিনি। বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া,কর্মাধ্যক্ষ সুস্মিতা দত্ত,মুনমুন সেন মন্ডল, ডেবরা বি এল এন্ড এল আর ও, ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ অনান্যরা।