চেষ্টা গত ১৫ বছর ধরে চলছে তবুও কাঁসাই নদীর ওপর ব্রীজ বিশ বাঁও জলে!

এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

author-image
Anusmita Bhattacharya
New Update
COVERbridge1

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে। টাবাগেড়্যাতে কাঁসাই নদীর ওপর ব্রীজ কবে হবে তা নিয়ে ধোঁয়াশায় এলাকাবাসী। বর্ষায় আবার সেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার। যদিও সাংসদ থেকে শুরু করে বিধায়ক, সবাই প্রতিশ্রুতি দিচ্ছেন ব্রীজ হবে। কবে হবে সেই দিকেই তাকিয়ে ডেবরাবাসী।

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বর্তমানে একটি জলন্ত সমস্যা কবে হবে টাবাগেড়্যা এলাকায় কাঁসাই নদীর ওপর একটি ব্রীজ। মুক্তি পাবে ডেবরার উত্তরের দুটি অঞ্চল এবং ঘাটাল, দাসপুর, কেশপুর যাওয়ার মানুষ। এর আগের দুই বিধায়ক ফেল। এবারে পালা বর্তমান বিধায়ক, সাংসদ ও প্রশাসনের। কারণ ভোটের সময় সাংসদ কথা দিয়েছিলেন ব্রীজ হবে। সামনেই বর্ষা। আর এই বর্ষাতে চরম সমস্যায় পড়ে মানুষজন। ভরা নদী। জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়া থেকে রোগীদের পারাপার। তাই এলাকাবাসীরা দাবি তুলছে এই এলাকায় একটি ব্রীজ হোক। চেষ্টা গত ১৫ বছরের বেশী সময় ধরে চলছে।

যদিও এই নিয়ে ডেবরার বিধায়ক জানান, 'জমিদাতাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। জমি চিহ্নিতকরণ হয়েছে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করে বোর্ড লাগিয়েছি। দ্রুত কাজ শুরু করব। আমরা দফায় দফায় এই নিয়ে মিটিং করছি। উচ্চ পর্যায়ের মন্ত্রী থেকে সচিব, জেলাশাসক সবাইকে জানিয়েছি। সবুজ সংকেত এসেছে'।

Adddd