প্রতিনিয়ত দুর্ব্যবহার ! তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন ১৭৩ জন আশাকর্মী

তুমুল বিক্ষোভ।

author-image
Adrita
New Update
cover৫২৫৭

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: এক আধিকারিকের বিরুদ্ধে প্রতিনিয়ত দুর্ব্যবহারের অভিযোগ। এবার তারই প্রতিবাদ জানাতে সরকারের দেওয়া বিশেষ ইনসেনটিভ বয়কট করল আশা কর্মীরা। দুর্গাপুর নগর নিগমের সামনে অভিযুক্ত আধিকারিকের শাস্তির দাবিতে তুমুল বিক্ষোভে বসেন আশা কর্মীরা।

আশা কর্মীদের অভিযোগ, একেই নার্য্য বেতন মেলে না, তার ওপর রয়েছে কাজের চাপ। শূন্যপদ রয়েছে অথচ সেই পদে নিয়োগ হচ্ছে না। আর দিনরাত এক করে কাজ করার পরও প্রতিনিয়ত দুর্গাপুর নগর নিগমের সংশ্লিষ্ট দফতরের এক আধিকারিক তাদের সাথে দুর্ব্যবহার করছেন প্রতিনিয়ত।

' ইনসেনটিভ নয় সন্মান চাই ', এই দাবিতে আজ দুর্গাপুর নগর নিগমের মূল গেটের সামনে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন ১৭৩ জন আশাকর্মী। তাদের আরও অভিযোগ যে, ' মুখ্যমন্ত্রী বারবার সবার সাথে ভালো ব্যবহারের কথা বলছেন। আর বর্তমানে এই আধিকারিক অহেতুক প্রতি পদে পদে তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন। এমনকি স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ কাজের জন্য তাদেরকে এই সীমিত মাইনের টাকা থেকে খাতা কিনে হিসেব রাখার ফতোয়া দিচ্ছেন, সেটা কিভাবে সম্ভব ? '

যদিও একটা ভুল বোঝাবুঝি থেকে এই সমস্যা হচ্ছে বলে দাবি দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলির সদস্য রাখী তিওয়ারির। তার দাবি,' একটা সিস্টেমের মধ্যে আনার জন্য ঐ আধিকারিক চেষ্টা করছেন এতে ভুল বোঝাবুঝি বাড়ছে। '  তবে এই দুর্ব্যবহার বন্ধ না হলে তারা কাজ বন্ধ করে দেবেন না তবে ধারাবাহিক আন্দোলন জারি রাখবেন তারা। 

Adddd