নির্বাচনে অনিয়মের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র : পাঠানো হলো তদন্ত দল

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল নির্বাচনী অনিয়মের অভিযোগ করেছেন এবং এর তদন্তে দলের পক্ষ থেকে বিশেষ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

author-image
Debapriya Sarkar
New Update
kc venugopalls1.jpg

নিজস্ব সংবাদদাতা : কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি ভেনুগোপাল বলেছেন, চলমান নির্বাচনে বেশ কিছু নির্বাচনী অনিয়ম ঘটেছে, যার ব্যাপারে তাদের দলের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, "আমরা স্পষ্টভাবে জোর দিয়েছিলাম যে এই নির্বাচনের সময় নির্বাচনী অনিয়ম ঘটেছে।"

KC Venugopal

ভেনুগোপাল আরও বলেন, "আমরা ইতিমধ্যে হরিয়ানায় একটি কারিগরি দল পাঠিয়েছি এবং মহারাষ্ট্রেও পাঠাতে যাচ্ছি। আমাদের একটি দল থাকবে।" ভোটার তালিকা সম্পর্কিত বেশ কিছু অভিযোগও আসছে বুথ স্তরে। এ বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে দুটি স্তরের বিশ্লেষণ করা হবে – একটি রাজনৈতিক এবং অপরটি একটি চূড়ান্ত আহ্বান নিয়ে বিশ্লেষণ।

kc venugopal aq1.jpg

কংগ্রেসের সাধারণ সম্পাদক নিশ্চিত করেছেন, দলের পক্ষ থেকে এই অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত এবং বিশ্লেষণ করা হবে।