নিজস্ব সংবাদদাতা: চিকিৎসকদের আন্দোলনে যে রাজনীতির কোনও জায়গা নেই, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকেরা। রাজনীতির জন্যে ‘নো এন্ট্রি’ বোর্ড টাঙিয়ে রেখেছেন চিকিৎসকেরা। সাগর দত্তের ঘটনায় চিকিৎসকদের পাশে দাঁড়াতে গিয়ে খালি হাতেই ফিরতে হল নব্য প্রদেশ কংগ্রেস সভাপতিকে। হাসপাতাল চত্বরে ঢোকার সুযোগও পেলেন না শুভঙ্কর সরকার।
এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় পতাকা ছাড়ায় সাগর দত্ত হাসপাতালে পৌঁছে যান প্রদেশ কংগ্রেস সভাপতি। তবে এন্ট্রি গেটেই বাধা পান তিনি। সাগর দত্ত হাসপাতালে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার পৌঁছতেই আন্দোলনকারী চিকিৎসকদের বলতে শোনা যায় ‘গো ব্যাক’ স্লোগান।
এক সঙ্গে দাঁড়িয়ে চিৎকার করে চিকিৎসকেরা বলতে শুরু করেন, “এই আন্দোলনের আঙিনায়, রাজনীতির কোনও ঠাঁই নাই। আমরা পরিষ্কার জানিয়েছি এখানে রাজনীতির জায়গা নেই। ওঁরা বললেন আমাদের এখানে সাধারণ মানুষ হিসাবে এসেছেন। তবে আমরা পরিষ্কার জানিয়েছি এই আন্দোলনকে ওঁরা দূর থেকে সমর্থন করুক। আমরা মঞ্চে অবস্থান করতে দেব না”।
অবশ্য অপরদিকে শুভঙ্কর সরকার বলেন, ‘আমি ওঁদের মঞ্চের কাছে গিয়েছি। এক বোন ও ভাই বলে গিয়েছেন যারা পতাকা নিয়ে আসবে তাঁদের গো ব্যাক। আমরা পতাকা নিয়ে আসিনি। আমরা ওঁদের আন্দোলন সমর্থন করি। আসলে ওঁরা চান না ওঁদের এই আন্দোলনকে কোনও রাজনৈতিক রঙে দাগিয়ে দেওয়া হোক। আমি উত্তর ২৪ পরগণার লোক হিসাবে এখানে এসেছিলাম”।