পশ্চিমবঙ্গের প্রসঙ্গে অভিষেককে সতর্ক করলেন - ভারত জোট নিয়ে বিরাট খবর

কংগ্রেস সাংসদ মাল্লু রবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইভিএম নিয়ে মন্তব্যকে হাস্যকর দাবি করে বলেন, "প্রমাণ থাকলে আমরা তা জমা দিতাম।"

author-image
Debapriya Sarkar
New Update
Mallu

নিজস্ব সংবাদদাতা : ইভিএম নিয়ে প্রশ্ন উত্থাপনকারী তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিষয়ে কংগ্রেস সাংসদ মাল্লু রবি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য হাস্যকর। যদি ইভিএমে কোনো প্রমাণ থাকত, তবে আমরা ইতিমধ্যেই তা জমা দিতাম। এটা সম্ভব নয়, কারণ এই বিষয়টি এমন লোকদের সঙ্গে ঘটছে যারা ইভিএমের বিষয়ে জানেন।"

avishek7tmc

তিনি আরও বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন তা পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকার কারণে। আমি আশা করি তিনি পশ্চিমবঙ্গের প্রসঙ্গ নিয়ে সবচেয়ে বেশি সচেতন হবেন।"

Mallu

মাল্লু রবি ভারত জোটের মধ্যে রাজনৈতিক পার্থক্য নিয়ে বলেন, "যতদূর সাধারণ ন্যূনতম কর্মসূচির বিষয়টি, সেখানে রাজনৈতিক পার্থক্য নেই। যখন তাদের কিছু উপলব্ধি প্রকাশ করার অধিকার আছে, তখন তাদের নিজেদের মতামত প্রকাশের জন্য ভারত জোটের অনুমতি নিতে হবে, এমন কোনো ব্যাপার নয়।"