‘গান্ধী এবং গডসের মধ্যে একজনকে বেছে নিতে পারেননি’! ফের কংগ্রেসের নিশানায় অভিজিৎ

'গান্ধী ও গডসের মধ্যে একজনকে বেছে নিতে পারেননি’। প্রাক্তন বিচারপতির মন্তব্যের জন্য ফের বিজেপিকে নিশানা করে মন্তব্য করল কংগ্রেস।

author-image
Probha Rani Das
New Update
jairam abhijitw1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও বিজেপিকে নিশানা করে বিস্ফোরক টুইট করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। ফের আরেকবার কংগ্রেস নেতার নিশানায় প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

jairamnew

জয়রাম রমেশ টুইট করে বলেছেন, “কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির কথা মনে করুন, যাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি মহাত্মা গান্ধী এবং তাঁর হত্যাকারী নাথুরাম গডসের মধ্যে একজনকে বেছে নিতে পারেননি। তমলুক লোকসভার সাংসদ পদে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন শপথ নেবেন, তখন অজৈবিক প্রধানমন্ত্রী তাঁর ডেস্ক চাপড়াবেন।

d

তিনি আরও বলেন, “আজ থেকে ঠিক ৮০ বছর আগে ১৯৪৪ সালের ৬ জুলাই রেঙ্গুন থেকে সম্প্রচারিত এক রেডিওতে নেতাজি সুভাষচন্দ্র বসু যাঁকে 'আমাদের জাতির জনক' বলে সম্বোধন করেছিলেন, তাঁর কী অপমান।” 

Add 1