হাঁসুয়ার কোপ, ঝরল রক্ত! আহত তৃণমূলের বিদায়ী প্রধান

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে অশান্তি, হানাহানির রেশ এখনও কাটেনি।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম,ম্ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোট শেষ হলেও রাজনৈতিক হিংসার ঘটনায় এখনও বিরাম নেই। রবিবার রাতে তৃণমূলের বিদায়ী প্রধানকে কোপানোর অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে বাড়ি ফেরার সময় তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।

জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত উমরাপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান ছিলেন মজিবুর রহমান। রবিবার রাতে শাহজাদপুর এলাকা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় হাঁসুয়ার কোপ মারা হয় বলে অভিযোগ। কোনও মতে তিনি পালিয়ে প্রাণে বাঁচেন। এরপর এলাকার লোকেরা তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে।