নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, "আমি বারাণসীতে গিয়েছিলাম এবং দেখেছি যে রাতে বাজনা বাজানো হচ্ছে। আমি দেখেছি মানুষ মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। উত্তরপ্রদেশের ভবিষ্যৎ রাতে নিষিদ্ধ মাদক দ্রব্য খেয়ে নাচছে।" তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "অন্যদিকে, রামমন্দির আছে যেখানে দেখা যাবে প্রধানমন্ত্রী মোদীকে আর আম্বানি, আদানিও থাকবেন সেখানে। এক এক করে ভারতের সব কোটিপতিকে দেখবেন কিন্তু একজন পিছিয়ে পড়া বা দলিত ব্যক্তিকেও দেখা যাবে না।"