"দেশে যুদ্ধ চলছে"-রাহুল গান্ধী

আজ সকালেই মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে পাটনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে আরজেডি-এর 'জন বিশ্বাস মহা সমাবেশে' যোগ দিয়েছেন তিনি।

author-image
Shroddha Bhattacharyya
New Update
sza

নিজস্ব সংবাদদাতা: পাটনার গান্ধী ময়দানে আরজেডি-এর 'জন বিশ্বাস মহা সমাবেশে', কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, "যখনই দেশে পরিবর্তন হয়, তখন তা বিহার থেকে শুরু হয় এবং তারপরে দেশের বাকি অংশে পৌঁছায়। বিহার হল দেশের রাজনৈতিক স্নায়ু। দেশে এক যুদ্ধ চলছে। এর একদিকে ঘৃণা, হিংসা ও অহংকার। অন্যদিকে ভালোবাসা, শ্রদ্ধা ও ভাতৃত্ববোধ। ভারত জোটকে এক বাক্যে বোঝাতে গেলে বলতে হয় যে, 'ঘৃণার বাজারে ভালোবাসার দোকান'। ঘৃণা করার সবচেয়ে বড় কারণ হল মানুষের প্রতি অবিচার।"

Add 1

cityaddnew

স

Addd 3