ফের রক্তাক্ত বাংলা, ভোটের ৭২ ঘণ্টা আগে খুন কংগ্রেস নেতা

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে সন্ত্রাস অব্যাহত রয়েছে। এবার তৃণমূলের বিরুদ্ধে এক কংগ্রেস নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। আর কত রক্ত ঝরবে? উঠছে প্রশ্ন।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। এদিকে ভোটের ৭২ ঘণ্টা আগেই পশ্চিমবঙ্গে মৃত্যু হল এক কংগ্রেস নেতার। জানা গিয়েছে, কুলপিতে (Kulpi) এক কংগ্রেস  নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, সোমবার নির্দল প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়েছিলেন ওই কংগ্রেস (Congress) নেতা। এরপর অতর্কিতে তার ওপর হামলা চালানো হয়। পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এদিকে এই ঘটনায় দোষীর কাঠগড়ায় তোলা হয়েছে শাসক দলকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ গাজাপুরে। যদিও এই ঘটনা প্রসঙ্গে এখনও অবধি কংগ্রেস বা তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।