নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) দিনক্ষণ ঘোষণা হতেই দফায় দফায় অশান্ত হয়ে উঠছে বাংলার একাধিক জেলা। বাড়ছে রাজনৈতিক তাপ উত্তাপ। চলছে লুঠ, হানাহানি, খুন। পঞ্চায়েত ভোটের আবহে শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামে প্রাণ গিয়েছে কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের। অভিযোগ, মায়ের সামনে হত্যা করা হয়েছে কংগ্রেস কর্মীকে। এদিকে আজ মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তিনি রাজ্যের শাসক দল তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শেষ দেখে ছাড়ব। ময়দান ছেড়ে যাবো না। দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার যদি লুঠ, সন্ত্রাসের অভিসন্ধি থেকে থাকে তাহলে পঞ্চায়েত ভোট বন্ধ করে দিন।‘