নিজস্ব সংবাদদাতা: রায়গঞ্জের জোট সমর্থিত প্রার্থী আলি ইমরান রমজ ওরফে ভিক্টর। তিনি কংগ্রেসের প্রার্থী হলেও তাঁকে সমর্থন জানিয়েছেন বাম ব্রিগেড। আজ দ্বিতীয় দফার নির্বাচনে চলছে তারও ভাগ্য নির্ধারণ।
আর এদিনই ভিক্টরের মুখে শোনা গেল ‘জয় বাংলা’। তবে কোনও স্লোগান হিসেবে নয়, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীস সমর্থকেরা। আর তাতেই পালটা উত্তর দিতে গিয়ে কংগ্রেস প্রার্থী বলেন, ‘‘জয় বাংলা’ বাংলাদেশের স্লোগান। মুখ্যমন্ত্রী সেটি চুরি করেছেন’। যদিও এটি মানতে নারাজ তৃণমূল। রিপোর্ট জমা পড়েছে কমিশনে।