ভোট-দুর্গ ধরে রাখার লড়াই! রাত থেকেই পেট্রোলিং শুরু অধীরের

অধীর চৌধুরীকে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
adhirrw1.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার অর্থাৎ আজ দেশে চতুর্থ দফার ভোট। ভোটগ্রহণের আগের রাত থেকেই মাঠে-ময়দানে নেমে পড়েছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। দুর্গ ধরে রাখার লড়াই তাঁর। তাই কোথাও কোনও খামতি রাখতে চাইছেন না প্রদেশ কংগ্রস সভাপতি। রবিবার রাত পৌনে দশটা নাগাদ নিজেই ছুটলেন বহরমপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের মাছমারা অঞ্চলে। একেবারে তৃণমূলের পার্টি অফিসের বাইরের রাস্তায় পৌঁছে যান অধীর চৌধুরী। জানা যাচ্ছে, এলাকায় কিছু গোলমালের খবর পেয়েছিলেন অধীর, সেই কারণেই ছুটে যান তিনি।

Add 1

বহরমপুরের কংগ্রেস প্রার্থী বলেন, "এটা আমার নিজের ভোট। বুথে বুথে যাওয়া, বুথের কী অবস্থা, কতজন ফোর্স আছে, প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলা, এটা আমার অধিকারের মধ্যে পড়ে। আমার রুটিনের মধ্যে পড়ে। সেই অধিকার অনুযায়ী আমি তো ঘুরবই। শুনছি মানুষকে ভয় দেখানো হচ্ছে। বলা হচ্ছে, কেউ ভোট দিতে না আসে। আমাকে তো আসতেই হবে। আমি মানুষের প্রতিনিধি হতে চেয়েছি, মানুষকে তো বলতেই হবে।"