পিতার খৌরকর্মের দিন মুখ্যমন্ত্রীর তরফে সমবেদনা পত্র বিধায়ককে

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর পিতৃ বিয়োগের পর তার ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সমবেদনা পত্র পাঠালেন। মুখ্যমন্ত্রীর থেকে এভাবে সমবেদনা পেয়ে অভিভূত নরেন্দ্রনাথ চক্রবর্তী।

author-image
Pallabi Sanyal
New Update
narendranath

নরেন্দ্রনাথ চক্রবর্তী

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : কয়েকদিন আগেই পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর পিতা পরলোকে গমন করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কের প্রতি সমবেদনা জানিয়ে সমবেদনা পত্র পাঠালেন। মুখ্যমন্ত্রীর থেকে এভাবে সমবেদনা পেয়ে অভিভূত নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, ''আমি এবং আমার পরিবার সকলেই  মুখ্যমন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ।" কয়েকদিন আগে ফোনে তার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়, ধরাধরা গলায় কথা বলায় মুখ্যমন্ত্রী নরেন বাবুর শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান, বিধায়ক তার পিতৃ বিয়োগের কথা জানান মুখ্যমন্ত্রী কে । শুক্রবার খৌরকর্মের দিন বিধায়ক তথা জেলা সভাপতিকে চিঠি দিয়ে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারকে বিধায়কের খোঁজ-খবর নেওয়ার জন্য পাঠান বলে জানান নরেন বাবু। বিধায়ক বলেন, ''প্রদীপবাবু আমার বড় দাদার মতো। তিনি  আমার এই সময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আজ কুমারডিহি এলাকার সায়ের নামক পবিত্র পুকুর ঘাটে বিধায়কের পিতার খৌরকর্মের কাজ হচ্ছে ।'' এদিন পিতার স্মৃতি রক্ষার্থে, পুকুর ঘাট চত্বরে  বকুল গাছের চারা লাগালেন বিধায়ক ।  তিনি এও বলেন এই গাছের মাধ্যমেই তার পিতার স্মৃতি বেঁচে থাকবে ।