নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে, কখনো হাতির হানায় মানুষের প্রাণ যাচ্ছে, আবার কখনো বাড়িঘর ভাঙছে ও ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে। দুদিন আগেই হাতি ড্রাইভ করতে গিয়ে ঝাড়গ্রামের বাঁশ তলাতে হাতির আক্রমণে মৃত্যু হয় দুই হুলা পার্টির সদস্যের। তারপরেই তৎপর হয় ঝাড়গ্রামের হুলা পার্টি সদস্যরা। আজ ঝাড়গ্রামের একটি বেসরকারি অতিথি শালা যশোদা ভবনে সমস্ত হুলা পার্টির সদস্যরা একত্রিত হয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছিল। সেই আলোচনার মধ্য দিয়ে বেশ কিছু দাবি তুলে ধরেছে রাজ্য সরকারের কাছে। দাবির মধ্যে রয়েছে তাদের সঠিক প্রশিক্ষণ দিতে হবে, হাতি তাড়ানোর সামগ্রিক কিট দিতে হবে, যে দুজন মারা গেছে তাদেরকে ১৫ লক্ষ টাকা করে দিতে হবে। যতদিন না এই সমস্ত দাবি তাদের মানা হচ্ছে ততদিন হুলা পার্টির কোন টিম কাজ করবে না এমনটাই সাংবাদিক সম্মেলন করে জানালো হুলা পার্টির সদস্যরা।