নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সুপ্রিম কোর্টের নির্দেশে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করতে এসেছিলেন অনুপ মাজি ওরফে লালা। বিশেষ সিবিআই আদালতে শুনানির পরে তাকে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে বলে জানালেন লালার আইনজীবী অভিষেক মুখার্জি।
মঙ্গলবার সকাল সকাল আসানসোলে বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করতে হাজির হন কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি। লালাকে নিজের গ্রামের বাড়িতে থাকতে হবে, তিনি কোথাও যেতে পারবেন না, এমন কয়েকটি শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে বলে জানান লালার আইনজীবী অভিষেক মুখার্জি। এই মামলায় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।