নিজস্ব সংবাদদাতাঃ ARTO-র বিরুদ্ধে গাড়িচালকদের ওপরে হয়রানীর অভিযোগ উঠেছে। অতিরিক্ত মাল পরিবহন হচ্ছে গাড়িতে এমনই অভিযোগ দেখিয়ে গাড়ির চাবি খুলে নিয়ে গেছে ARTO। যার জেরে কৃষকদের ধান বোঝাই গাড়ি দাঁড়িয়ে রয়েছে রাজ্য সড়কের পাশে। ARTO- এর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে গাড়ির চালক ও মালিকেরা।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার তাতারপুর এলাকায় অহল্যাবাই রাজ্যসড়কে। সূত্র মারফত জানা যায় এই রাজ্যসড়কের তাতারপুরের অহল্যাবাই এলাকায় সকাল থেকেই চলছিল এআরটিওর অভিযান। আর সেই সময় চন্দ্রকোনা থেকে বেশ কয়েকটি চার চাকার গাড়িতে করে ধান নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির উদ্দেশ্যে। তখনই ধান বোঝাই গাড়িতে অতিরিক্ত মাল বহন করার অভিযোগ দেখিয়ে গাড়িগুলিকে আটকায় ARTO এবং গাড়ির চাবি খুলে নিয়ে যায় বলে অভিযোগ। এতেই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় গাড়ির মালিক ও চালকরা।তাদের দাবি যে দ্রুত ARTO জুলুমবাজি বন্ধ করতে হবে। এমনকি গাড়ি চালকদের গাড়ির চাবিও ফেরত দিতে হবে।