তৃণমূল প্রার্থীর কাছে বিজেপি নেতার নামে নালিশ!

আজব ঘটনা! তৃণমূল প্রার্থীর ভোট প্রচারে নালিশ বিজেপি নেতার বিরুদ্ধে! ইংলিশ বাজারে ঘটেছে এমনই ঘটনা।

author-image
Pallabi Sanyal
New Update
১২৩৪


নিজস্ব প্রতিনিধি, মালদা: বিজেপির দখলে থাকা, ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির ৩১ নম্বর আসনে বিগত পাঁচ বছরে উন্নয়ন হয়নি। এই অভিযোগ তুলে ভোট প্রচারে তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে বিজেপির বিদায়ী পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন পিঁয়াজ বাড়ি,নার্সারি ভেস্ট পাড়া সহ বিভিন্ন এলাকার মানুষজন। বৃহস্পতিবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এক নির্বাচনী মিছিলের আয়োজন করা হয়েছিল‌। ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির ৩১ নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজল ঘোষের সমর্থনে আয়োজন করা হয়েছিল এই মিছিলের। ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির অন্তর্গত এ কে গোপালন কলোনি থেকে থেকে শুরু হয়ে এই নির্বাচনী মিছিল খাসিমারি, দিঘিপাড়া, পিয়াজ বাড়ি, নার্সারি ভেস্টপাড়া সহ একাধিক এলাকা পরিক্রমা করে। এই বিষয়ে তৃণমূল প্রার্থী কাজল ঘোষ জানান, ''পঞ্চায়েত সমিতির এই আসনটি বিজেপির দখলে ছিল। ফলে এলাকাবাসীদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। রাস্তাঘাট, পানীয় জল কিছু হয়নি। তবে আমি যদি ভোটে জয়যুক্ত হই তাহলে মা মাটি মানুষের সরকারের নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইবে গোটা এলাকা জুড়ে।''