নিজস্ব সংবাদদাতাঃ দিনভর গুলি-বোমা-রক্তপাত। শনিবার রাজ্যে হিংসা-হানাহানিতে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। যদিও দুপুরে নির্বাচন কমিশন বলেছিল তাঁদের কাছে ৭টি মৃত্যুর খবর এসেছে। যার মধ্যে ৩টি মৃত্যু রাজনৈতিক কারণে হয়েছে। রাতে নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যে হানাহানির ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, বিকাল ৫টা পর্যন্ত রাজ্যে ভোটের হার ৬৬.২৮ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ছিল ২২ শতাংশের আশেপাশে। তবে এখনও রাজ্যের বহু জায়গাতেই ভোট গ্রহণ চলছে। সেকারণেই ভোটের হার আরও বাড়তে পারে বলে মনে করছে কমিশন। কমিশন সূত্রে খবর, রবিবার সকাল ১১ টা থেকে স্ক্রুটিনি শুরু হবে। এদিকে ভোট নিয়ে ইতিমধ্যে কমিশনের কাছে ভূরিভূরি অভিযোগ জমা পড়েছে বলে খবর। কয়েক হাজার অভিযোগ এসেছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে কমিশন। অভিযোগ নিষ্পত্তি করার হার প্রায় ৮০ শতাংশ। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত ভোটকর্মীদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
তবে এখনই পুর্নির্বাচনের বিষয়ে কমিশনের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্ক্রুটিনির পর সেই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে খবর। আগামী ১১ জুলাই প্রকাশিত হতে চলেছে পঞ্চায়েত ভোটের ফল।