নিজস্ব প্রতিনিধি: এঁদো পুকুরের সঙ্গে তুলনা করে শুভেন্দু অধিকারী ফের তৃণমূলকে নিশানা করেছেন। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রনত টুডুর সমর্থনে ঝাড়গ্রামের শিলদাতে বিজয় সংকল্প সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী কড়া ভাষায় এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্য সরকার চোর দ্বারা পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
পাশাপাশি মন্তব্য করেন, রাজ্যে শিক্ষায় যে চুরি হয়েছে এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে জেলে যেতে হবে। তৃণমূলকে এঁদো পুকুরের সঙ্গে তুলনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি জানান, ২০১২ সালে তিনি লালগড়ে এসে প্রথম সলতে জ্বালিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে ছয় লক্ষ কর্মসংস্থান অবলুপ্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জির সরকার আট হাজার চাকরি চুরি করেছেন বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
: BJP | TMC | Jhargram | Mamata Banerjee | Suvendu Adhikari .