নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের পরিস্থিতি এখন উত্তাল। যে কোনও মুহূর্তে কোনও বড় অঘটন ঘটে যেতে পারে। এই আবহেই বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কায় রয়েছেন বাংলাদেশীরা। কেননা, অনেকেই ভারতে আসেন চিকিৎসক করাতে, আবার বা কখনও আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে আসেন। তবে এবার বাংলাদেশের এমন পরিস্থিতিত অনেকেই নিজ দেশে ফিরে যেতে চাইছেন।
এই আবহেই অনেকেই জানিয়েছেন যে, তাদের জন্য এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি শোচনীয়। তারা দেশে ফিরতে ভয় পাচ্ছেন। বরং, ভারত অনেক নিরাপদ দেশ, এখানে শান্তি এবং স্বস্তি রয়েছে বর্তমানের বাংলাদেশের তুলনায়। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই আবহে অভিযোগ উঠেছে বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর অরাজনৈতিকভাবে আক্রমণ চলছে। এমন কি কোন আইনজীবীও চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে কোর্টে লড়তে রাজি হচ্ছে না। আতঙ্কে আছেন সকলেই।