নিজস্ব সংবাদদাতা: বাংলায় বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। পশ্চিম মেদিনী, পূর্ব মেদিনীপুর, বীরভূম, হুগলি সহ একাধিক জেলার একটা বড় অংশ জলের তলায় চলে গিয়েছে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা মানস ভুইঞা একটি পোস্ট করেন। তিনি লেখেন, "আজ রাত্রি থেকে চলুন আমরা সবাই রাত জাগি,সজাগ থাকি। ঘাটাল মহকুমা এবং আরামবাগ মহাকুমার সবাইকে রক্ষা করি। ডিবিসির ২ লাখ ৫০ হাজার কিউসেক জল ছেড়েছে। আমাদের মানবদরদী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিদ্রাহীন, ক্লান্তিহীন সময় কাটিয়ে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছেন। আজ রাত, কাল রাতদিন আর পরশু মানুষকে বাঁচানোর লড়াইটা করি। আমরা অনেক বিশ্রাম নিয়েছি। আসুন এবার মানুষের জন্য রাত জাগি।"
অন্যদিকে, তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় টুইট করেন। তৃণমূল সাংসদ টুইট করে লেখেন, "বাংলার বন্যা পরিস্থিতি ভয়ানক। রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তবে নিশ্চিন্ত থাকুন। বাংলার জনগণের নিরাপত্তা আমাদের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিকভাবে তদারকি করছেন। হুগলিতে খাদে আটকে পড়া ৩৫ জন গ্রামবাসীকে উদ্ধার করতে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে৷ রাজ্য সরকার বন্যা কবলিত অঞ্চলে NDRF এবং SDRF টিম মোতায়েন করবে৷"