নিজস্ব সংবাদদাতা, পাঁশকুড়াঃ বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষ ঠিকমতো ত্রাণ পাচ্ছেন না। এমনই অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের পাঁশকুঁড়ায়।
সূত্র মারফত জানা গিয়েছে যে, ত্রাণ নিয়ে দ্বিচারিতার অভিযোগে আজ পাঁশকুড়া বিডিও অফিসের সামনে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে, এক প্রকার অবরোধ করে বিজেপি। পাশাপাশি ব্লক অফিসের মুল গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। রীতিমত উত্তেজনা সৃষ্টি হয় ব্লক অফিসের সামনে।
বিডিও অফিসের সামনে পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেওয়ার পর গেটের মুখেই বসে পড়ে বিক্ষোভ দেখায় তারা। পাঁশকুড়া স্টেশন রোডের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশের সাথে বিজেপির বাক-বিতণ্ডা হয়। পাশাপাশি বিডিও অফিসের গেটের সামনে ধর্নায় বসে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ গিয়ে তৎক্ষণাৎ রাস্তার উপর অবরোধ হটিয়ে দেয়। এক প্রকার পুলিশের সাথে বাকবিতন্ডা শুরু হয় বিজেপির কর্মী সমর্থকদের। এরপরেই কয়েকজন বিজেপির নেতৃত্ব সহ জয়ী মেম্বাররা ভিডিওর কাছে গিয়ে ডেপুটেশন দেয়।