নিজস্ব সংবাদদাতা: রাজ্যের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই পরিস্থিতি প্রশাসনের ওপর অনেক মানুষই ত্রাণ আসছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন। এগিয়ে এসেছেন বহু সাধারণ মানুষ। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে বলেন, "আমি সকল নাগরিক স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি বিজেপির কর্মরতরা যাঁরা বন্যা দুর্গত মানুষদের গরম রান্না করা খাবার, পানীয় জল এবং অন্যান্য ত্রাণ সামগ্রী নিশ্চিত করতে দিনরাত কাজ করছেন। বিভিন্ন স্থানে কমিউনিটি কিচেন স্থাপন করা হয়েছে এবং চব্বিশ ঘন্টা খাবার রান্না করা হচ্ছে। রাজ্য সরকার এমন সময়ে জনগণকে সমর্থন করতে অনিচ্ছুক বলে মনে হচ্ছে তবে আমরা এই সংকটের সময়ে জনগণকে সাহায্য করার জন্য প্রচেষ্টা বাড়িয়ে দিয়েছি।"
অন্যদিকে, জুনিয়র চিকিৎসকরা একাধিক জায়গায় ত্রাণ নিয়ে গিয়েছেন। পাশাপাশি মেডিক্যাল ক্যাম্প করছেন। খানাকুলের একাধিক জায়গায় এখনও ত্রাণ পৌঁছাতে পারেনি প্রশাসন। সেখানে ন্যাশনাল মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা পৌঁছে গেছেন। মেদিনীপুরের কেশপুরে পৌঁচেছে আরজি কর ও মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে, পাঁশকুড়াতে গিয়েছেন বাঁকুড়ার চিকিৎসক ও নার্সরা।