নিজস্ব সংবাদদাতা: সোশ্যাল মিডিয়ার এক জনপ্রিয় চরিত্র হলেন রোদ্দুর রায়। কেউ তাকে পছন্দ করে, কেউ আবার তাকে সহ্যই করতে পারেনা। অনেকেই মনে করে যে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে হলেও, তথাকথিত সমাজের মুখে সপাটে চড় মেরে সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি। স্বভাবতই, আরজি কর কাণ্ড নিয়ে যখন উত্তাল গোটা দেশ, তখন আবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন রোদ্দুর রায়। তার আগে জেনে নেওয়া যাক আরজি করে কী হয়েছিল।
আরজি কর হাসপাতালে মাঝরাতে এক মহিলা ডাক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার বাড়ির লোককে জানানো হয় যে মেয়েটি আত্মহত্যা করেছে। কিন্তু পরবর্তীকালে প্রকাশ্যে আসে ভয়ানক তথ্য। তদন্ত এগোতে থাকলে জানা যায় যে, ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই অপরাধে সঞ্জয় রায় নামে এক সিভিক পুলিশকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বর্তমানে, গোটা ঘটনার তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে। এই আবহেই একটি ভাইরাল ভিডিওতে রোদ্দুর রায়কে বলতে শোনা যায়, "রাত দখল করে কিচ্ছু হবে না। পুলিশের নামে কিছু চামচা পুষে রেখে তাদের ব্যবহার করা হচ্ছে।"
তিনি আরও জানিয়েছেন যে এই হাসপাতালগুলোতে মাফিয়া রাজ চলছে এবং এদের মদতেই প্রশাসন কতৃপক্ষকে লাথি মারতে পারছে না।
এছাড়াও তিনি বলেছেন, "তোমরা রাস্তায় ঘেউ, ঘেউ করে কয়েকটা পোস্টার লিখবে, মেয়েরা রাতদখল করে বলবে এখানে জাগলাম, ওই করলাম, তাতে প্রশাসনের কিচ্ছু যায় আসবেনা। পারলে আরজি কর এবং মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করো।"
ঘেউ ঘেউ করে পোস্টার লাগাবে, পারলে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করো!
আরজি কর কাণ্ডে সরব রোদ্দুর রায়।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: সোশ্যাল মিডিয়ার এক জনপ্রিয় চরিত্র হলেন রোদ্দুর রায়। কেউ তাকে পছন্দ করে, কেউ আবার তাকে সহ্যই করতে পারেনা। অনেকেই মনে করে যে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে হলেও, তথাকথিত সমাজের মুখে সপাটে চড় মেরে সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি। স্বভাবতই, আরজি কর কাণ্ড নিয়ে যখন উত্তাল গোটা দেশ, তখন আবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন রোদ্দুর রায়। তার আগে জেনে নেওয়া যাক আরজি করে কী হয়েছিল।
আরজি কর হাসপাতালে মাঝরাতে এক মহিলা ডাক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার বাড়ির লোককে জানানো হয় যে মেয়েটি আত্মহত্যা করেছে। কিন্তু পরবর্তীকালে প্রকাশ্যে আসে ভয়ানক তথ্য। তদন্ত এগোতে থাকলে জানা যায় যে, ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই অপরাধে সঞ্জয় রায় নামে এক সিভিক পুলিশকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বর্তমানে, গোটা ঘটনার তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে। এই আবহেই একটি ভাইরাল ভিডিওতে রোদ্দুর রায়কে বলতে শোনা যায়, "রাত দখল করে কিচ্ছু হবে না। পুলিশের নামে কিছু চামচা পুষে রেখে তাদের ব্যবহার করা হচ্ছে।"
তিনি আরও জানিয়েছেন যে এই হাসপাতালগুলোতে মাফিয়া রাজ চলছে এবং এদের মদতেই প্রশাসন কতৃপক্ষকে লাথি মারতে পারছে না।
এছাড়াও তিনি বলেছেন, "তোমরা রাস্তায় ঘেউ, ঘেউ করে কয়েকটা পোস্টার লিখবে, মেয়েরা রাতদখল করে বলবে এখানে জাগলাম, ওই করলাম, তাতে প্রশাসনের কিচ্ছু যায় আসবেনা। পারলে আরজি কর এবং মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করো।"