কলেজের পড়ূয়াদের নিজস্ব প্রদর্শনী মেলা!

এই মেলায় প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-10 at 20.58.07

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের অন্যতম সরকারি কলেজ। এই মহাবিদ্যালয় এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ২০০৫ সালে ১৭ নভেম্বর। আর পঠন-পাঠন শুরু হয় ২০০৬ সালের ১৫ সেপ্টেম্বর থেকে। এর পেছনে ছিল স্থানীয় শিক্ষাপ্রতি সমস্ত ব্যক্তিবর্গের সুদীর্ঘ লড়াই। তাদের উদ্যোগে সর্বস্তরের মানুষের দানে গড়ে উঠেছিল এই উচ্চ শিক্ষালয়। প্রথাগত শিক্ষার পাশাপাশি বর্তমানে মহাবিদ্যালয়ে ইনকিউবেশন ও ইনোভেশন সেন্টার তৈরি করা হয়েছে।

কেমিস্ট বিভাগের অধীনে স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, ফিনাইল। নিউট্রিশন বিভাগের অধীনে তৈরি হচ্ছে জ্যাম, জেলি, আচার ও সস। এছাড়াও মাশরুম চাষ করে ও ভারমি কমপোস্ট তৈরি করে ছাত্র-ছাত্রীদের ট্রেনিং দিয়ে সেটিও ক্যাম্পাসে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ফেলে দেওয়া ফুল থেকে ধুপ তৈরি করা ও এনএসডিপি স্বীকৃত টেলারিং শেখানো হয় কলেজে। 

ইনকিউবেশন সেন্টার এর মাধ্যমে স্বনির্ভরতার বিভিন্ন রাস্তা ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরা হয়। এই সেন্টারের নবতম উদ্যোগ হল ক্যাম্পাস ফেয়ার, যার নাম হল "আনন্দ মেলা"। এখানে ছাত্র-ছাত্রীরা টেলারিং এর কোর্সে যে জামা কাপড় তৈরি করেছে, নিউট্রিশন বিভাগের বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করেছে, কেমিস্ট্রি বিভাগের বিভিন্ন ধরনের সামগ্রী এবং ছাত্র-ছাত্রীদের হাতের কাজ, সফট টয়, কসমেটিক জুয়েলারি, হাতের কাজ যেমন ওয়াল হ্যাংগিং বা ফেব্রিক পেইন্টিং, পেন স্ট্যান্ড, ফ্লাওয়ার স্ট্যান্ড ইত্যাদি তৈরি করেছে; তা প্রদর্শনী হিসেবে পরিবেশন করা হয়েছে। 

এগুলি নিয়েই আজকের এই মেলায় প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের স্বনির্ভর করে গড়ে তোলার উদ্দেশ্যে এই ক্যাম্পাসে মেলার আয়োজন করা হয়েছে বলে জানান ডেবরা কলেজের প্রিন্সিপাল রুপা দাশগুপ্ত।

আগামী দিনে পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটি কলেজকে একসঙ্গে নিয়ে এই মেলা করা যায় কিনা সেটাও দেখা যেতে পারে বলে জানান প্রিন্সিপাল রূপা দাশগুপ্ত।