কোল্ড স্টোরে কর্মীর হাত-পা বেঁধে চুরি, কিনারা করল পুলিশ! ঘটনার পুনর্নির্মাণ, গ্রেফতার ৪

কিভাবে কিনারা করল পুলিশ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-01-06 at 4.20.13 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গত ৩০ শে নভেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ভৈরবপুর এলাকায় রাতের অন্ধকারে কোল্ড স্টোরেজের মেসিন ঘরে ঘুমন্ত দুই কর্মীর হাত-পা বেঁধে চুরির ঘটনা ঘটে। কোল্ড স্টোরেজে থাকা বেশ কিছু যন্ত্রাংশ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। চন্দ্রকোনা থানায় অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে চন্দ্রকোনা থানার পুলিশ স্বপন সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। স্বপনকে জিজ্ঞাসাবাদ করার পর আরও তিন জনকে গ্রেফতার করে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বপন সরকারের বাড়ি গোয়ালতোড় এলাকায়। গ্রেফতার হওয়া চারজন দুষ্কৃতীকে নিয়ে চন্দ্রকোনার ভৈরবপুরে সেই কোল্ড স্টোরেজ এলাকায় ঘটনার পুনর্নির্মাণ করায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে একাধিক থানায় চুরি এবং ডাকাতির অভিযোগ রয়েছে। ঘটনার পুনর্নির্মাণে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক অনিমেষ সিংহ রায়, চন্দ্রকোনা থানার OC শুভঙ্কর রায়সহ একাধিক পুলিশ প্রশাসনের অধিকারিকরা। চুরির ঘটনার দ্রুত কিনারা হওয়ায় পুলিশের প্রশংসায় কোল্ড স্টোর থেকে এলাকার বাসিন্দারা। দ্রুত বন্ধ থাকা ওই কোল্ড স্টোরটি চালুর ব্যবস্থা হোক এমনই চাইছেন হিমঘরের কর্মী থেকে এলাকাবাসী।