খনি গহ্বরে প্রাণহানি!

কয়লা খনির গহ্বরে কর্মরত অবস্থায় এক কয়লা খনি শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো সাত গ্রাম এরিয়ার নিমচা কোলিয়ারিতে।

author-image
Pallabi Sanyal
New Update
sss

হরি ঘোষ, রানীগঞ্জ : কয়লা খনির গহ্বরে কর্মরত অবস্থায় এক কয়লা খনি শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো সাত গ্রাম এরিয়ার নিমচা কোলিয়ারিতে।  এদিন ৪ নম্বর পিটে নাইট শিফটে কর্মরত ঘন্টা ম্যান, বছর পঞ্চান্নর রঞ্জিত গোপ নিজের কাজ করার সময়ই খনি গহ্বরে দুর্ঘটনার শিকার হন। বৃহস্পতিবার খনি কর্মীর মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কয়লা খনি চত্বরে। বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা এদিন ওই খনি কর্মীর মৃত্যুর ঘটনার পর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করে দীর্ঘক্ষন খনি চত্বরে বিক্ষোভ দেখায়। কেকেএসসির নেতা জানান, ''ম্যানেজমেন্টের সাথে কথা হলো , যেটি প্রাপ্য পরিবারকে দিতে হবে, তারই সাথে একটা চাকরিও , এবং কি করে এই ঘটনা ঘটলো তরো তদন্তের দাবি জানিয়েছি , কারণ এই কোলিয়ারিতে এই ধরণের ঘটনা কখনো ঘটেনি ,তাই ম্যানেজমেন্টকে এই ঘটনার পুরো তদন্তের জন্য বলেছি , যতক্ষণ না মৃত্যুর প্রাথমিক রিপোর্ট আসছে ততক্ষন কিছু করা যাবে না !''