নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। তার মাঝেই ফের বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ওড়িশাগামী একটি কয়লা বোঝাই মালগাড়ি। জানা গিয়েছে, কয়লা বোঝাই করে নিমপুরা ইয়ার্ড থেকে খড়গপুর ডিভিশনের ওড়িশার দিকে যাওয়ার সময় মালগাড়ির দুটি বগি থেকে ধোঁয়া বেরোতে দেখেন রেলের গার্ড। সূত্রে খবর, খবর পাওয়ার পর চালক ট্রেনটিকে পশ্চিম মেদিনীপুরের বেলদা রেল স্টেশনে দাঁড় করান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। জানা গিয়েছে, দমকলের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। চলন্ত মালগাড়ির একটি বগিতে আগুন লেগে যায়। সেই আগুন দেখতে পান পেছনে থাকা গার্ড। তিনি মালগাড়ির চালককে বিষয়টি জানান। আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ব্রেক কষেন মালগাড়ির চালক। খবর দেওয়া হয় স্থানীয় স্টেশন মাস্টারকে।
/anm-bengali/media/media_files/SqC7FCVyMHviLYPsy7Fh.jpg)
জানা গিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্টেশন মাস্টার-সহ রেলের কর্মীরা। স্টেশন মাস্টার এবং রেলকর্মীরা সকলে মিলেই আগুন নেভানোর কাজ শুরু করেন। পাশপাশি খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দমকলের কর্মীরা এসে কয়লাতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফের গন্তব্যে রওনা দেয় ট্রেনটি। তবে গার্ড সতর্ক থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। রেলে একের এক এক দুর্ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)