নিজস্ব সংবাদদাতা: জামুড়িয়ার কেন্দা ফাঁড়ি এলাকার কুনুস্তোরিয়া কোলিয়ারি ব্যাংক এলাকায় পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজনের তৎপরতায় পালিয়ে যায় দুষ্কৃতীরা।
ফিরোজ আনসারির বাড়ি থেকে লক্ষাধিক টাকার নগদ ও গয়না চুরি হয়েছে বলে অভিযোগ। ফিরোজ আনসারির ভাই পারভেজ আনসারি বলেছেন যে আজ সকালে তিনি দেখেন, যে তার ভাইয়ের বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার গয়না এবং নগদ টাকা চুরি করা হয়েছে। সব মিলিয়ে মোট পরিমাণ ১০ লক্ষ টাকা।
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং কারা এই অপরাধের সাথে যুক্ত, তা যাচাই করে দেখছে। ঘটনার খবর পেয়ে কেকেএসসির কুনুস্তোরিয়ান এলাকার সেক্রেটারি সঞ্জয় চৌধুরী জানান, প্রায় আড়াই বছর আগেও এখানে এমন ঘটনা ঘটেছিল কিন্তু তারপর থেকে পুলিশ প্রশাসনের তৎপরতার কারণে আর এই ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু গতরাতে ফিরোজ আনসারীর বাড়িতে চুরির ঘটনা ঘটে এবং আরো কয়েকটি বাড়িতেও চুরির চেষ্টা করা হয়, যা খুবই দুঃখজনক। পুলিশ প্রশাসনকে আবারও এই অপরাধীদের দমন করার অনুরোধ জানান তিনি।