ফের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ময়দানে মুখ্যমন্ত্রী

"যখন ৭০-৮০ শতাংশ জল ভরে যায়, তখন কেন জল ছাড়ে না ডিভিসি?"

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
460468426_1087185206112256_8553555095331928939_n

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলার বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও গলায় শোনা গেল ‘ম্যান মেড বন্যা’র কথা। 

বুধবার হুগলীর পুরশুড়া ব্লকে যান মুখ্যমন্ত্রী। দুপুরে পুরশুড়ার একটি সেতুতে দাঁড়িয়ে প্লাবন দেখে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, কেন্দ্রের অসহযোগীতা এবং উদাসীনতায় বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। আঙুল তোলেন ডিভিসি-র দিকেও। 

460425204_1087192086111568_7499630681374527757_n
File Picture

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে। আমি নিজে ডিভিসি-র সঙ্গে কথা বলেছি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এতো জল এর আগে ছাড়া হয়নি”। তাঁর সংযোজন, “যখন ৭০-৮০ শতাংশ জল ভরে যায়, তখন কেন জল ছাড়ে না ডিভিসি? কেন্দ্র ড্রেনেজ করে না। নিজেদের রাজ্য গুলোকে বাঁচাচ্ছে। আর সবটা বাংলার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে?” 

রাজ্যের বন্যা পরিস্থিতি আসলে ‘ম্যান মেড’। এ কথা অনেক বার শোনা গিয়েছে মমতার গলায়। বছর দুয়েক আগে হাওড়ার উদয়নারায়ণপুরেও মমতা একই কথা বলেছিলেন। ২০০০ সালে রাজ্য জুড়ে বন্যার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন ‘ম্যান মেড’। ফারাক একটাই তখন তিনি ছিলেন বিরোধী নেত্রী। আর এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই এবার সেই ভাবেই সুর তুললেন তিনি। 

460353182_1087192392778204_3166424722000063017_n
File Picture

আগামীকাল মেদিনীপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে ঘাটালের পরিস্থিতিও ঘুরে দেখবেন তিনি। ত্রাণ তহবিল গুলোর কি অবস্থা সেটিও যাচাই করে দেখছেন মুখ্যমন্ত্রী। 

Adddd