নিজস্ব সংবাদদাতা: বিধানসভা উপনির্বাচনে ৬টি কেন্দ্রেই ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। আর এবার আশীর্বাদ নিতে সটান বড়মা-র থানে দৌড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নৈহাটির বড়মার কাছে যান মুখ্যমন্ত্রী। গিয়ে পুজোও দেন তিনি। আর তারপর একাধিক উন্নয়নমূলক কাজের ঘোষণা করেন।
নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে এসে একাধিক উন্নয়নমূলক কাজের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেন বড়মার মন্দির এবং সংলগ্ন এলাকার জন্য একাধিক প্রকল্প। এছাড়াও নৈহাটি ফেরিঘাট উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করা হবে। এর পাশাপাশি নৈহাটি ফেরিঘাটের নাম পাল্টে ‘বড়মা ফেরিঘাট’ করা হবে এবং হাই মাস লাইট লাগানো হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী এই দিন জানান তিনি সকলের জন্য সুস্থ জীবনের প্রার্থনা করেছেন।