নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি দেখতে হুগলি, পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার বন্যা উত্তরবঙ্গে। তাই উত্তরবঙ্গের পরিস্থিতি দেখতে রবিবার সেখানে গেলেন তিনি। উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেওয়ার আগে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আবারও এক বার কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খানিকটা অভিমানী গলায় বললেন ‘বাংলার বন্যার কেউ খোঁজও নেয়নি’।
দক্ষিণবঙ্গে বন্যার জন্য প্রথম থেকেই কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ ছিল, ডিভিসি কোনও সতর্কতা ছাড়াই ইচ্ছে মতো জল ছাড়ছে। রাজ্যের এই বন্যা পরিস্থিতি কার্যত ‘ম্যান মেড ফ্লাড’। এ বার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির জন্যেও সেই কেন্দ্রকেই কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।
তাঁর কথায়, “ফরাক্কা ব্যারাজে ঠিকমতো ড্রেজ়িং করে না কেন্দ্র সরকার। সেই কারণে পলি জমে গিয়েছে। ফলে ওই ব্যারাজ জল ধারণের ক্ষমতা হারিয়েছে”। মুখ্যমন্ত্রীর আরও দাবি, “একটা টাকাও কেউ দেয়নি। কেউ খোঁজ নেয়নি বাংলার”।
উত্তরবঙ্গের এই বন্যা পরিস্থিতির জন্য নেপালের ছাড়া জলকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। যা জানা যাচ্ছে, রবিবার সন্ধ্যাতেই তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে।