ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী!

বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আহতদের সঙ্গে দেখা করার পর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ধন্যবাদ জানান অনেককে।

author-image
Pritam Santra
New Update
mamata medinipur.jpg

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আহতদের সঙ্গে দেখা করার পর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ধন্যবাদ জানান মেদিনীপুরের প্রশাসন সহ স্বাস্থ্য বিভাগের কর্মী আধিকারিকদের। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘মেদিনীপুরে একটি ১০০ বেডের ক্রিটিকাল কেয়ার ইউনিট গড়ে তোলা হবে।‘ এরপর সোজা চলে যান মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের কাছে। ছাত্র-ছাত্রী এবং অধ্যক্ষ সকলকে সামনে রেখেই তিনি ধন্যবাদ জানান তাদের দুঃসাহসিকভাবে এই কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য। এদিকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মেডিকেল কলেজের ছাত্ররা।