দুর্যোগের আশঙ্কা, ঝাড়খণ্ডের জলে প্লাবিত হচ্ছে বাংলা! হেমন্ত সোরেনকে ফোন মমতার

ঝাড়খণ্ডের জলে বাংলাকে প্লাবিত করা হচ্ছে, আর এটা মানবসৃষ্ট। জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Probha Rani Das
New Update
hemanttamamatav.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ঝাড়খণ্ডের ডিভিসি থেকে জল ছাড়ায় বন্যা পরিস্থিতি হতে পারে বাংলায়। সেই নিয়ে দুশ্চিন্তা বাড়ছে পশ্চিমবঙ্গ সরকারের।

আজ মুখ্যমন্ত্রী মমতা টুইট করে জানিয়েছেন, “এই মাত্র ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজির সঙ্গে আমি কথা বলেছি এবং বন্যা পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেছি।

Mamata Banerjee Claver Smile.jpg

মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, “আমি তাঁর সাথে তেনুঘাট থেকে হঠাৎ এবং বিশাল হারে জল ছাড়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছি, যা ইতিমধ্যে বাংলায় বন্যা শুরু করেছে। আমি বললাম, ঝাড়খণ্ডের জলে বাংলাকে প্লাবিত করা হচ্ছে, আর এটা মানবসৃষ্ট আমি তাকে অনুরোধ করেছিলাম দয়া করে বিষয়টি খেয়াল রাখতে।

hemantangry

তিনি আরও বলেছেন, “আমি ইতিমধ্যেই পরিস্থিতির উপর নজর রাখছি এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সংশ্লিষ্ট সমস্ত জেলাশাসকদের সাথে কথা বলেছি। আমি জেলাশাসকদের বিশেষ সতর্ক থাকতে বলেছি এবং আগামী ৩/৪ দিনের মধ্যে দুর্যোগ পরিস্থিতির যথাযথ যত্ন নিতে বলেছি। কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছি।” 

Adddd