Fake Saline: মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় CID তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুরের স্যালাইন কাণ্ডে মৃত্যু হয় এক প্রসূতির। অসুস্থ আরও তিন জন। আর এবার ঘটনার তদন্ত স্বার্থে CID তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-01-13 at 18.18.49

মেদিনীপুরে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে তোলপাড় বাংলা। মৃত্যু হয়েছে এক প্রসূতির। গুরুতর অসুস্থ
আরও তিন জন। অসুস্থ প্রসূতিদের গ্রিন করিডর করে। লাইফ সাপোর্ট দিয়ে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। এবার ঘটনায় 
CID তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। 

মেদিনীপুরের স্যালাইন কাণ্ডে এবার CID তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কার গাফিলতিতে মৃত্যু হয়েছে প্রসূতির? এই ঘটনা নিয়ে স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি সিআইডি তদন্ত করবে বলে জানালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। 

ওই নিষিদ্ধ স্যালাইনের কারণেই প্রসূতির মৃত্যু হয়েছিল কি না সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু জানাননি মুখ্য সচিব। তবে এও স্পষ্ট করা হয়েছে যে, প্রসূতি মৃত্যুতে কোনরূপ গাফিলতি থাকলে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া নির্দেশ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।