নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আজ জানা গিয়েছে, জলপাইগুড়িতে চা বাগানের শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, এই মতবিনিময়টি শ্রমিকদের উদ্বেগ ও প্রয়োজনের সমাধান করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করেছিল, তৃণমূল স্তরের ব্যস্ততার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছিল এবং সম্প্রদায় পর্যায়ে সমস্যাগুলো সমাধান করেছিল।