নিজস্ব সংবাদদাতা: সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার প্রচারের ময়দানে নামছেন খোদ তৃণমূল সুপ্রিমো। সোমবার থেকেই প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী। রবিবারই বিকেলে কোচবিহার পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ দিয়েই প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ করলেন সভা।
উত্তরবঙ্গে একাধিক জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে, উত্তরবঙ্গ সফরে এসেই জরুরি বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালসার টিয়াবনে প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যয় মোকাবিলা নিয়েই বৈঠক হতে পারে বলে জানা গেছে। প্রধানত বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব, সেচ দফতরের সচিবসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররাও থাকবেন বৈঠকে। বুধবার থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। আপাতত রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক নদীর জল বাড়ছে। তাই নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন বলে জানা গেছে।