বন্ধ রেশন দোকান ! ধর্মঘটে রেশন ডিলাররা

রেশন ডিলারদের আন্দোলনের জেরে সমস্যার মুখে গ্রাহকরা। 

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
ফ

নিজস্ব সংবাদদাতাঃ পিডিএস কন্ট্রোলারের নামে মানসিক অত্যাচার করা হচ্ছে। ই-পশ মেশিনে ভুয়ো স্টক দেখানোর অভিযোগ তুলে এবং মাসিক ৫০ হাজার টাকা ন্যূনতম আয় নিশ্চিতের দাবি তুলে চলছে রেশন ডিলারদের ধর্মঘট।

দুর্গাপুরেও রেশন ধর্মঘটের জেরে বন্ধ হয়েছে বহু রেশন দোকান। দুর্গাপুরের সিটি সেন্টারে রেশন দোকানের সামনে আন্দোলনে সামিল  হয়ে অল বেঙ্গল ফেয়ার প্রাইস শপ ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান শাখা সংগঠনের সাধারণ সম্পাদক  তনয় কুমার মন্ডল অভিযোগ তোলেন যে তাদের উপর অতিরিক্ত খরচের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বরাদ্দ খাদ্য সামগ্রী আসছে না রেশন দোকানে। সেই খাদ্য সামগ্রী গ্রাহকদের দিতে গিয়ে কমিশন পাওয়া দূরের কথা  ডিলারদের ঘাড়ে চাপছে অতিরিক্ত বোঝা। যতদিন না পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত ধর্মঘট চলবে।