নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ উৎসবের শুরুতেই ডেঙ্গু সচেতনতার বার্তা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতায় নেমে পড়লেন বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের পঞ্চপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। এদিন ওই পুজো কমিটির মহিলা সদস্যদের উদ্যোগে এলাকার মানুষকে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধ করা নিয়ে সচেতন করা হয়।
পাশাপাশি এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতায় হাত লাগান তারা। বিভিন্ন ঝোপঝাড় পরিষ্কার করা হয় পাশাপাশি বাড়ির আশেপাশে নোংরা জমা জল পরিষ্কার করা হয়। এদিন সকাল থেকে ছোট সারেঙ্গা এলাকায় চলে এই পরিছন্নতা অভিযান। উল্লেখ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর সাবিনা এলাকায় ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। উৎসবের মরশুমে যাতে ডেঙ্গু প্রভাব বিস্তার করতে না পারে সেজন্যই অভিযান বলে জানা গেছে পঞ্চ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে।