জমছে আবর্জনা! বিক্ষোভে সাফাই কর্মীরা

বকেয়া বেতন ও কাজের দাবিতে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। সোমবার দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টারে হাউসিং দপ্তরের সামনে এই বিক্ষোভে সামিল হন সাফাই কর্মচারীরা।

author-image
Pallabi Sanyal
New Update
22

হরি ঘোষ, দুর্গাপুর : বকেয়া বেতন ও কাজের দাবিতে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। সোমবার দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টারে হাউসিং দপ্তরের সামনে এই বিক্ষোভে সামিল হন সাফাই কর্মচারীরা। তাদের অভিযোগ ৫২ দিন হয়ে গেল তারা কোনো কাজ পাচ্ছেন না। দুর্নীতির অভিযোগ এনে তারা বলেন, কিছু সরকারী কর্মচারী ও ঠিকা কর্মীদের অশুভ আঁতাতের ফলেই কাজ হারিয়েছেন তারা। পাশাপাশি  অন্যান্য  ঠিকাদাররা সঠিক পদ্ধতিতে কাজ না পাওয়ায় পুনঃরায় কাজ পাচ্ছেন না তারা। এমতাবস্থায় দুর্গাপুর শহরের বিভিন্ন হাউসিং আবাসন এলাকাগুলি যেমন,সগড়ভাঙ্গা ,বিধাননগর সিটিসেন্টার এলাকায় দীর্ঘদিন ধরে সাফাই না হওয়ায় আবর্জনার স্তূপ বাড়ছে। সরকারি আধিকারিক ঘটনার সত্যতা স্বীকার করে নেন।