এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, ভাঙচুর, আহত একাধিক

এলাকায় ছড়ালো উত্তেজনা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
gh

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। এই ঘটনায় বোমাবাজি, ভাঙচুর, আহত একাধিক। উত্তপ্ত হল দুর্গাপুর ফরিদপুর থানার আরতি গ্রাম। ঘটনাস্থলে উপস্থিত দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ বাহিনী। জানা গিয়েছে, আরতি গ্রামের পাশেই রয়েছে বিমানবন্দর। সেই বিমানবন্দরের জমি নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব লেগেই ছিল। মঙ্গলবার রাতে সেই দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছাতেই শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা তারপরেই শুরু হয় মুহুর-মুহুর বোমাবাজি।

তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী শেখ মফিজুলের অভিযোগ," এলাকার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা শেখ নফিজুল এর নেতৃত্বে গোটা এলাকায় গোটা এলাকায় সন্ত্রাস চলছে। পাশেই বিমানবন্দরের জমি নিয়েও তোলাবাজি আর নানান অপরাধমূলক কাজ সংগঠিত করে। প্রতিবাদ করলে এলাকাবাসীদের মারধর করা হয়। সোমবার রাতেও গোটা এলাকায় সন্ত্রাস তৈরি করতে নফিজুল সহ তার গোষ্ঠীর বেশ কয়েকজন হামলা চালায়। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা শেখ মোবারকের বাড়িতেও ছড়া হয় বোমা, ভাঙচুর করা হয় বাইক,বাড়ি। বেশ কয়েকজন মহিলা সহ তৃণমূলের কর্মীরা আহত হয়েছে। আমরা দোষীদের কঠোর শাস্তির দাবি করছি। ''

 পুরো ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ। আরতি এলাকার তৃণমূলের চেয়ারম্যান সৈয়দ আশিক আলী বলেন," আমি শুনেছি মঙ্গলবার রাতে গ্রামে বোমাবাজি হয়েছে। যারা বোমাবাজি করছে তারাও সমাজবিরোধী। আমরা পুলিশকে বলেছিলাম। পুলিশ এসেছিল। যারা আহত তাদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ তদন্ত করে কড়া ব্যবস্থা গ্রহণ করবে। ''