নিজস্ব সংবাদদাতা: বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রি ন'টা নাগাদ। পুলিশ জানিয়েছে, ওই সিভিক ভলান্টিয়ারের নাম প্রলয় মাহাত (৩২)। বাড়ি ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বাঘঘরা এলাকায়। গুড়গুড়িপাল থানার অধীনে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেন। জানা গিয়েছে, বৃষ্টির সময় বাড়িতে বিদ্যুতের সমস্যা হচ্ছিল। সেই সময় বিদ্যুতের তার ঠিক করার চেষ্টা করেন প্রলয়। তাতেই শক্ খেয়ে পড়ে যান। বাড়ির সদস্যরা তাঁকে উদ্ধার করে দেপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গুড়গুড়িপাল থানার এক পুলিশ কর্মী জানিয়েছেন, "বুধবার দিন সকালে তিনি ডিউটি করেছিলেন। তারপর রাতে এই দুর্ঘটনা। ছেলেটা খুবই ভালো ছিল। সকলের সঙ্গে খুব ভদ্র ব্যবহার করত।" প্রলয়ের এক বছরের একটি সন্তান রয়েছে। ফলে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। তার মৃত্যুতে পরিবারের পাশাপাশি শোক নেমে এসেছে গুড়গুড়িপাল এলাকাতেও। দেপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় গুড়গুড়িপাল থানায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হয় দেহকে।