নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক রেলগেটে ফ্লাই ওভার তৈরির কাজ চলছে। তাই রেলগেট সম্পূর্ণ ভাবে বন্ধ প্রায় তিন মাসেরও বেশী৷ গতকাল এক অসুস্থ ব্যক্তি বালিচক রেলগেট পারাপার করতে পারছিল না। তার সার্জারি হয়েছে। সেই পরিস্থিতি দেখে বালিচক রেলগেটে কর্তব্যরত দুই সিভিক ভলেন্টিয়ার তৎক্ষনাৎ অসুস্থ ব্যক্তিকে কোলে তুলে রেলগেট পার করাল। সেই ভিডিও ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।