নিজস্ব সংবাদদাতা: এক পরীক্ষার্থীর ভুলে যাওয়া অ্যাডমিট বাড়ি থেকে আনলো সিভিক। আরেক পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো পুলিশ। সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা। সমস্ত পরীক্ষা কেন্দ্রে নজরদারি চালাচ্ছে প্রশাসনিক আধিকারিকরা। কাঁকসার মলানদিঘী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে দুই পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায় এদিন। সাথী মাড্ডি নামের এক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে এসে দেখে অ্যাডমিট কার্ড নেই সঙ্গে। হতাশ হয়ে পড়ে সে। তৎক্ষণাৎ কর্মরত কাঁকসা ট্রাফিক গার্ডের সিভিক অমরনাথ মুখোপাধ্যায় বাইকে তাঁকে উঠিয়ে কুলডিহা বাগানপাড়াই যায়। তারপর সেখান থেকে অ্যাডমিট নিয়ে আবার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় সে। সময়ের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পেরে খুশি পরীক্ষার্থী।
আর এক পরীক্ষার্থীও পরীক্ষা কেন্দ্রে এসে দেখে সঙ্গে নেই অ্যাডমিট কার্ড। তৎক্ষণাৎ মলানদিঘী ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানায়। মলন দিঘি পুলিশ ফাঁড়ির ইনচার্জ অতনু দাসের নেতৃত্বে চলছিল ওই পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে বিশেষ নজরদারি। কর্মরত মলানদিঘী পুলিশ ফাঁড়ির এএসআই প্রবীর কুমার পাত্র পুলিশের গাড়িতে করে কুনডিহায় ওই পরীক্ষার্থীকে সঙ্গে নিয়ে পরীক্ষার্থীর বাড়িতে নিয়ে যায়। তারপরেই সে নির্দিষ্ট সময়ের মধ্যেই বসতে পারে পরীক্ষায়। খুশি সেও।
সিভিক ভলেন্টিয়ার অমরনাথ মুখোপাধ্যায় বলেন, “আমরা কর্মরত অবস্থাতেই ছিলাম। দেখলাম একজন বোন তার অ্যাডমিট কার্ড আনেনি। আমি ওই বোনকে বাইকে করে নিয়ে গিয়ে ওর বাড়ি থেকে অ্যাডমিট কার্ড এনে দিই”। পুলিশের এই তৎপরতায় খুশি দুই পরীক্ষার্থীর পরিবারের সদস্যরা।