রাজস্থানি খাওয়াদাওয়া থেকে মরুর জাহাজের সাফারিতে মাতলেন শহরবাসী

বেলা ১২ টা থেকে রাত পর্যন্ত চলবে এই মেলা।

author-image
Adrita
New Update
g

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের আনন্দ অ্যামিউজমেন্ট পার্কে শনিবার থেকে শুরু হল রাজস্থানী মেলা। এ যেন এক টুকরো রাজস্থানকেই তুলে আনা হয়েছে বাংলার সবুজে। মরুর জাহাজ উট চরে বেড়াচ্ছে সবুজে। রাজস্থানি উট আবার গানের তালে নৃত্যও করে। তাছাড়াও রয়েছে উট ও ঘোড়ায় সাফারির আনন্দ। 

পাশাপাশি পার্কের ভেতরে রাজস্থানি নৃত্যকার থেকে সঙ্গীতশিল্পীসহ বাদ্য শিল্পীরাও উপস্থিত হয়েছেন। নাচ-গানে মাতিয়ে তুলেছে শহরবাসীকে। পার্ক চত্বরকে সুসজ্জিত করে তোলা হয়েছে রাজস্থানি সংস্কৃতিতে। কেবল এখানকার লোকজনই নয়, সুদূর রাজস্থান থেকেও এসেছেন রাজস্থানিরা। নানান পদের রাজস্থানি খাওয়াদাওয়ার সম্ভার নিয়ে হাজির হয়েছেন তারা। রাজস্থানি খাবারের একাধিক পদ নিয়ে একধিক স্টল করা হয়েছে।

বেলা ১২ টা থেকে রাত পর্যন্ত চলবে এই মেলা। পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানি এই মেলা চলতি বছরে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে। মেলায় আসা শহরবাসী ও পর্যটকদের জন্য খাওয়াদাওয়ার পাশাপাশি থাকছে রাজস্থানি সামগ্রী'র সম্ভার।  রাজস্থানী বেশভূসার প্রচুর সম্ভারও থাকছে। এছাড়াও বিভিন্ন রাজস্থানী হস্তশিল্পের সম্ভার।

বিখ্যাত রাজস্থানী লোক সংগীত,  ঘুমরো নাচ, পুতুল নাচ। শীতের মরসুমে শিল্পাঞ্চলের কচিকাঁচা থেকে বয়স্করাও মেলায় মেতে উঠবেন। এছাড়াও রাজস্থানের কয়েকজন সুখ্যাত  গায়ক ও গায়িকার  শ্রী শ্যামের ভজন কীর্তনের অনুষ্ঠানের সুবন্দোবস্ত রয়েছে মেলায়। অভিনব মেলার রশদ নিতে প্রথম দিন থেকেই ভিড় করতে শুরু করেছেন শহরবাসী।