নিজস্ব সংবাদদাতা: বিষাক্ত স্যালাইন কাণ্ডে সাসপেনশনের পর এবার চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করল সিআইডি। ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে চিকিৎসকদের বিরুদ্ধে। সাসপেন্ড হওয়া ১২ জন চিকিৎসক ছাড়াও আরও নাম থাকার আশঙ্কা করা হচ্ছে। কাদের নাম রয়েছে তা স্পষ্ট করে এখনও জানা যায়নি। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে সিআইডি।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের ডেপুটি CMOH কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে জেলা পুলিশ এফআইআর দায়ের করে। সেখানে প্রসূতি মৃত্যুর ঘটনায় কারণ হিসেবে চিকিৎসকদের কর্তব্যের গাফিলতি তুলে ধরা হয়। আর তার ভিত্তিতেই এবার চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করল সিআইডি। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করল সিআইডি।