নিজস্ব সংবাদদাতা: স্যালাইনকাণ্ডে (Fake Saline Incident) FIR- এ নাম থাকা চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির। চিকিৎসক দিলীপ কুমার পাল ও চিকিৎসক হিমাদ্রি নায়েককে তলব। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ২ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ তদন্তকারী সংস্থার।
সূত্রের খবর, প্রসূতি মৃত্যুর দিন অপারেশন থিয়েটারে থাকার কথা ছিল ২ চিকিৎসকের। চিকিৎসকের নাম ছিল এফআইআরে। ওই হাসপাতালে চিকিৎসা না করে ২ চিকিৎসক অন্য হাসপাতালে ছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত হিসেবে ২ জনকে সমন করে সিআইডি। স্যালাইনকাণ্ডে ১৩ জন চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়।