নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার জাম্বনী এলাকায় দল ছুট হস্তী শাবক। তা দেখতে ভিড় মানুষের। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা পৌঁছান ঘটনা স্থলে। অপর দিকে, ঘুটিয়া থেকে বাকড়া ফুলবাড়িয়া যাওয়ার রাস্তায় বাজার করে বাড়ি ফেরার পথে হাতির হামলায় গুরুতর আহত এক। শুঁড়ে ধরে আছাড় দেয় হাতিটি। লোকটির সাইকেল রাস্তার সাইডে ছিল। স্থানীয় একজন লোকটিকে দেখতে পায় জঙ্গলের সাইডে পড়ে ছিল। পরে লোকটিকে হাসপাতাল নিয়ে আসা হয়। এলাকায় হাতির দলের তান্ডবের জেরে আতঙ্কে গ্রামের মানুষ।